প্রতিষ্ঠানের ইতিহাস

সাতক্ষীরা জেলাস্থ শ্যামনগর উপজেলাধীন বাইনতলা-খুটিকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কোল ঘেষে বয়ে যাওয়া খোলপেটুয়া এবং কপোতাক্ষের বক্ষে গড়ে ওঠা জনপদ পদ্মপুকুর ইউনিয়নের মধ্যবর্তী বাইনতলা-খুটিকাটা গ্রামের সংযোগস্থলে অবস্থিত । ২০১৪ সালে বাইনতলা গ্রামের কৃতি সন্তান, তৎকালীন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবীদ এবং সমাজসেবক জনাব আজিজুর রহমান গাজীর কনিষ্ঠ পূত্র বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ মমিনুর রহমান অত্র এলাকার শিক্ষাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করতে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন । ০১/০১/২০১৪ সালে প্রতিষ্ঠার পরে ০১/০১/২০১৬ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে এবং ০১/০১/২০১৮ সাল থেকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয় । ০১/০১/২০২০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এবং ০১/০১/২০২১ সাল থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একাডেমিক অস্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত হয় । পরবর্তীতে ০৬/০৭/২০২২ সালে বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হয় । প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে গরীর ও অবহেলিত এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে চলেছে এবং উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর সাথে তাল মিলিয়ে শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করছে ।